উখিয়ায় আনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্তে প্রশাসন

 প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন   |   সারাদেশ

উখিয়ায় আনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক  ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে  কঠোর সিদ্ধান্তে প্রশাসন


রতন কান্তি দে উখিয়া(কক্সবাজার) :


উখিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭জুন ২৪)সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


জনঃ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর মতামত ব্যক্ত করে আলোচনা অংশ নেন নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রাসেল চৌধুরী, ও শাহীন আক্তার, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা,পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, বিশিষ্টজন কবি আদিল উদ্দিন চৌধুরী, 


উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি শাহাবুদ্দিন মেম্বার,প্রমূখ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় মাদক নির্মূল, ইভটিজিং,বাল্যবিবাহ এবং সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিরাজমান অস্থিরতা নানা অপরাধ কর্মকাণ্ড বন্দ্বে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সারাদেশ এর আরও খবর: